সোমা ঘোষ মণিকা:
চির সুন্দর ও মনোহর হে
নীল কমল ও তব শ্রীচরণ হে,
শিবানী,রুদ্রাণী পরমেশ্বর হে
চির সুন্দর ও মনোহর হে;
হে নটরাজ প্রলয়-শংকর,
নিবেদন করি অশ্রুাঞ্জলি;
তব রক্তচন্দন শোভিত শ্রীচরণে।।
এসো চির সুন্দর চির মঙ্গল,
নাশিতে সর্ব দুঃখ ভয়াবহ হে;
ত্রিশূলধারী, গঙ্গা প্রিয়তম হে।
নীলকণ্ঠী, প্রলয়শক্তি এসো হে,
এসো শ্মশান অধিপতি,মৃত্যুঞ্জয় হে;
বধিতে অসুর তুচ্ছ প্রাণ হে
তব শ্রী চরণে বাজে মল প্রলয়ের
তব ত্রিনয়ন বাণে বধিত হয় অসুর
সর্পালঙ্কাআরোপিত মহেশ্বর হে।।
এসো সতী পার্বতী প্রিয়তম হে,
এসো মহাযোগী,নটরাজ কৈলাসপতি হে;
সাজাও এ ধরণী,নব প্রাণ-সঞ্চারি।
চির সুন্দর অভয়, ভোলানাথ হে,
তব রূদ্রভালে জ্বলে সঞ্জীবনী;
প্রসাদ লাভে যতো হীন কিঙ্কর হে।
চির সুন্দর মনোহর নটরাজ হে,
এসো পার্বতী প্রিয় প্রাণেশ হে_
এসো চির সুন্দর রূদ্রশ্বর হে,
মনোহর মনোরম প্রাণেশও হে।।
সিলেট ২৪ বাংলা/এসডি.